
আ’লীগ নেতাদের পিটুনি, দায়ী পুলিশের প্রত্যাহার দাবিতে বিক্ষোভ
ডেস্ক রিপোর্টঃ ঈশ্বরগঞ্জে বিএনপির ইফতার অনুষ্ঠান পণ্ড করতে গিয়ে পুলিশের পিটুনির শিকার হওয়ার পর সেই পুলিশ সদস্যদের প্রত্যাহারের দাবি জানিয়েছে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রোববার বেলা ১১ টা থেকে পৌনে একটা পর্যন্ত সড়কে তারা সড়ক অবরোধ করে রাখে। বিক্ষুব্ধ নেতাকর্মীরা পুলিশের বিরুদ্ধে নানা স্লোগান দেয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার হাফিজা জেসমিনের আশ্বাসে সড়ক অবরোধ প্রত্যাহার হয়। ইউএনও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।