
ঈশ্বরগঞ্জে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সমাবেশ
ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ ‘মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার উদ্যোগে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার উপজেলার ডাকবাংলা চত্বরে উপজেলা পুলিশিং কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান আকন্দ, মুক্তিযোদ্ধা আব্দুল হাই, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মায়া রানী সরকার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আতাউর রহমান, সুজনের উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম তালুকদার প্রমুখ।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান আকন্দ বলেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ করতে পরিবার থেকে সচেতনতাবোধ সৃষ্টি করতে হবে। কেননা পরিবারের লোকজনের কাছ থেকে নারী ও শিশুরা বিভিন্নভাবে নানা নির্যাতনের শিকার হয়ে থাকে। পুলিশের পাশাপাশি এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।