ঈশ্বরগঞ্জে ৪ দিনব্যাপী বই মেলা শুরু

ঈশ্বরগঞ্জে ৪ দিনব্যাপী বই মেলা শুরু

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ৪ দিন ব্যাপী বই মেলা শুরু হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার থেকে শনিবার পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরে চলবে বই মেলা। বুধবার বই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ৫ দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। তার মধ্যে মঙ্গলবার সঠিক ভাবে জাতীয় পাতাকা উত্তোলন শীর্ষক ভ্রাম্যমান কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্বরে বুধবার বই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন। মেলায় ৮ টি স্টল বসেছে।

এ সময় আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর সভার মেয়র মুক্তিযোদ্ধা মো. আবদুস ছাত্তার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বুলবুল, সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন, উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ সভাপতি নুরুল ইসলাম খান সুরুজ, সাধারণ সম্পাদক মো. আবদুল হাদি, কবি সোহরাব পাশা প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, বই মানুষকে সমৃদ্ধ করে। তরুণ প্রজন্ম যেনো বই প্রেমী হয় তার জন্য মেলার আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *