ঈশ্বরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মুজিববর্ষ উদযাপন

ঈশ্বরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মুজিববর্ষ উদযাপন

ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী (মুজিববর্ষ) ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনির মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন জাতীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসন, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, ঈশ্বরগঞ্জ থানা, উপজেলা আওয়ামীলীগ, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

পরে বিভিন্ন প্রতিষ্ঠান নিজ নিজ উদ্যোগে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন।

উপজেলা পরিষদের অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, ভাইস চেয়ারম্যান একেএম ফরিদ উল্লাহ, মাহমুদা হাসান পলি, সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুরুল হুদা খান, ওসি মোখলেছুর রহমান আকন্দ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক আব্দুল হেকিম, উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ সভাপতি নুররুল ইসলাম খান সুরুজ, সাধারণ সম্পাদক আবদুল হাদী প্রমুখ।

অপর দিকে ঈশ্বরগঞ্জ পৌর ভবনে মুজিব বর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তক অর্পণ করা হয়। পরে পৌরসভা কার্যালয়ে মেয়র আব্দুস ছাত্তারের সভাপতিত্বে এক আলোচসভা শেষে ২জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীর মাঝে এককালীন বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তি এবং পৌরসভাধীন বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫৪ জন দরিদ্র ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

ঈশ্বরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মুজিববর্ষ উদযাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *