ঈশ্বরগ‌ঞ্জে এ‌সিল্যান্ড প‌রিচ‌য়ে ব্যবসায়ীর কা‌ছে টাকা দাবী

ঈশ্বরগ‌ঞ্জে এ‌সিল্যান্ড প‌রিচ‌য়ে ব্যবসায়ীর কা‌ছে টাকা দাবী

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতি‌নি‌ধিঃ ঈশ্বরগঞ্জে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ‌সিল্যান্ড প‌রিচয় দি‌য়ে টাকা পাঠাতে ব্যবসায়ীদের কাছে ফোন করেছে একটি প্রতারক চক্র। মঙ্গলবার ব্যবসায়ীদের কাছে এমন ফোন আসলে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আনেন ।

পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাদের অফিসিয়াল ফেসবুক আইডিতে একটি জরুরী সতর্ক বার্তা পোস্ট দেন।

জানা যায়, উপজেলার পৌর বাজারে মঙ্গলবার একটি প্রতারক চক্র বিভিন্ন মিষ্টির দোকানে গিয়ে তাদের ফোন নাম্বার সংগ্রহ করে।

কিছুক্ষণ পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর কথা বলে ০১৯২৯৫৫৪৮৯৭ নাম্বার থেকে ব্যবসায়ীদের কাছে টাকা দাবি করে। ওই সময় প্রতারক চক্র হুমকী দিয়ে ব্যবসায়ীদের বলে টাকা না পাঠালে মোটাঅঙ্কের জরিমানা গুনত হবে ।

বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানালে তিনি নিজের অফিসিয়াল ফেসবুক আইডিতে একটি সতর্ক বাতা পোস্ট করেন। পৃথক ভাবে উপজেলা কমিশনার ভূমির পক্ষ থেকেই আরেকটি পোস্ট দেয়া হয়। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলা কমিশনার (ভূমি) এর পক্ষে নাজির আতাউল করিম একটি সাধারণ ডায়েরী করেন।

মি‌ষ্টি ব্যবসায়ী কমল বলেন, পৌর লাইসেন্স পরিদর্শক মো. এরশাদ ভূঁইয়া তার কাছ থেকে তালিকার কথা বলে দোকানের নাম ও ফোন নাম্বার নিয়ে যায়। এর কিছুক্ষণপর ০১৯২৯৫৫৪৮৯৭ নাম্বার থেকে ফোন আসে এবং আমাকে দোকান থেকে একটু সরে গিয়ে কথা বলতে বলে । আমার দোকানটি তাদের তালিকায় আছে কিছুক্ষণপর পুলিশসহ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মোটাঅঙ্কের টাকা জরিমানা করা হবে। জ‌রিমানা থেকে বাঁচতে চাইলে পনের হাজার টাকা বিকাশ করতে বলে।

পৌর লাই‌সেন্স ইন্স‌পেক্টর এরশাদ ব‌লেন, এ‌সিল্যান্ড স্যার আমা‌কে নির্দে‌শদেন ঈশ্বরগ‌ঞ্জে কতগু‌লো আইস‌ক্রিম ফ্যাক্টরী ও ব্যাকারী আ‌ছে তাঁর তা‌লিকা‌দেন ১০ মি‌নি‌টের ম‌ধ্যে এবং সক‌লের সা‌থে আমা‌কে মোবাই‌লে কথা ব‌লি‌য়ে‌দেন। আ‌মি স্যারের নি‌র্দেশ পালন ক‌রে‌ছি। এর বেশী কিছু জা‌নিনা।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান বলেন, বিষয়টি নিয়ে থানায় সাধারণ ডায়েরী করা করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা থানা পুলিশ নেবে।

উপজেলা নির্বাহী অফিসার হাফিজা জেসমিন বলেন, বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের মিয়া জানান, বিষয়টি নিয়ে কাজ করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *