
ঈশ্বরগঞ্জে আ’লীগ থেকে উপজেলা চেয়ারম্যানকে বহিস্কার
ঈশ্বরগঞ্জ পৌরসভা নির্বাচনে আ’লীগের দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করার অভিযোগে উপজেলা চেয়ারম্যানকে দল থেকে বহিস্কার করা হয়েছে।
বৃহস্পতিবার মযমনসিংহ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কেন্দ্রিয় সাধারণ সম্পাদকের নির্দেশে ও ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের পরার্মশ ক্রমে দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনি কাজ করায় উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমনকে আ’লীগের সাধারণ সদস্য পদ থেকে বহিস্কার করা হয়।
উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি পৌর নির্বাচনের বিদ্রোহী প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, উপজেলা আ’লীগ সহ-সভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম-সম্পাদক জয়নাল আবেদীন ও বজলুর রহমানকে দল থেকে বহিস্কার করা হয়।