
ধর্ষণে অন্তঃসত্ত্বার পর গর্ভপাতের অভিযোগে মামলা
ডেস্ক রিপোর্টঃ ঈশ্বরগঞ্জে বিয়ের প্রলোভনে এক তরুণীকে ধর্ষণ করায় ৫ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার পর গর্ভপাত ঘটানোর অভিযোগে মামলা হয়েছে। বুধবার রাতে ওই তরুণী বাদী হয়ে থানায় মামলা করেন।
জানা যায়, উপজেলা বড়হিত ইউনিয়নের লক্ষীপুর গ্রামের ওই তরুণীর সঙ্গে উচাখিলা ইউনিয়নের ঈশ্বরপুর গ্রামের আবু সাত্তারের পুত্র সেলিম মিয়ার (২৫) দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলছিল। পরে বিয়ের আশ্বাসে তরুণীকে নিয়ে গাজীপুরের শ্রীপুরে বাসা ভাড়া করে স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস করে। এতে তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। ৪ নভেম্বর তাকে ওষুধ খাইয়ে গর্ভপাত ঘটিয়ে সেলিম পালিয়ে বাড়ি এসে অন্যত্র বিয়ে করে।
খবর পেয়ে ওই তরুণী সেলিমের বাড়িতে গেলে স্থানীয়রা বিষয়টি মীমাংসার আশ্বাস দেন। কিন্তু মীমাংসা না হওয়ায় বুধবার রাতে ওই তরুণী সেলিমকে আসামি করে থানায় মামলা করেন।
ঈশ্বরগঞ্জ থানার ওসি আব্দুল কাদের মিয়া জানান, ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে একটি মামলা হয়েছে। আসামিকে আটকের চেষ্টা চলছে।