৮হাজার পরিবারের পাশে ঈশ্বরগঞ্জের প্রকৌশলী মাজেদ বাবু

৮হাজার পরিবারের পাশে ঈশ্বরগঞ্জের প্রকৌশলী মাজেদ বাবু

ঈশ্বরগঞ্জ ডট কম ডেস্কঃ ঈশ্বরগঞ্জে করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া মোট ৮ হাজার পরিবারের মাঝে খাদ্য ও ঈদ সামগ্রী বিতরণ করেছে উপজেলা বিএনপি। করোনা ভাইরাস মোকাবিলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণার পর থেকে বিপাকে পড়েন শ্রমজীবী মানুষ। কর্মহীন মানুষের দুর্ভোগ লাঘবের জন্য পাশে দাঁড়িয়েন উপজেলা বিএনপির সভাপতি প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু। ৪র্থ ধাপে রোববার দূপূরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে ঈশ্বরগঞ্জ পৌরসভা সহ ১১ টি ইউনিয়নের কর্মহীন মানুষের মাঝে ইতোমধ্যে ৩টি ধাপে ৬হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন উপজেলা বিএনপির সভাপতি লুৎফুল্লাহেল মাজেদ বাবু।

এরই ধারাবাহিকতায় রোববার ৪র্থ ধাপে আরো ২ হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়। খাদ্য ও ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, চিনি, সেমাই, তেল, সাবান। উক্ত ঈদ সামগ্রী দলীয় নেতাকর্মীদের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে দেয়া হচ্ছে।

খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি হুসেন মোহাম্মদ মন্ডল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম ভূইয়া মনি, সাবেক সাধারণ সম্পাদক আহসান পারভেজ, পৌর ছাত্রদলের যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম তারেক, ছাত্রনেতা ফরহাদ আহম্মেদ, রনি, মোরসালিন আহম্মেদ রাজু, রিজন সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, করোনার এই চরম দুঃসময়ে কর্মহীন হয়ে পড়েছে দিনমজুর, গরীব, অসহায় পরিবারের মানুষজন।  সামনে ঈদ উপেক্ষায় উনার সামর্থ্য অনুযায়ী ওই সকল অসহায় পরিবারের মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি মনে করেন,যার কোটি টাকা আছে আর, যার এক টাকাও নেই, করোনা আক্রান্ত হলে তাদের উভয়ের পরিস্থিতি সমান।কাজেই এই সংকটে সবাই একসাথে কাজ করার প্রতি তিনি গুরুত্বারোপ করেন।সেই সাথে যতদিন এ সংকট থাকবে ততোদিন  সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থাকবেন বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *