ঈশ্বরগঞ্জে কাঁচামাটিয়া নদের বাঁধ অপসারণ

ঈশ্বরগঞ্জে কাঁচামাটিয়া নদের বাঁধ অপসারণ

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: ঈশ্বরগঞ্জে উপজেলা প্রশাসনের নির্দেশে কাঁচামাটিয়া নদের বাঁধ অপসারণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার পাড়াপাঁচাশি গ্রামে ব্যক্তিস্বার্থে দেওয়া বাঁধ অপসারণ করা হয়।

জানা গেছে, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এএসএম সানোয়ার রাসেল মাঠ পরিদর্শনে গেলে কাঁচামাটিয়া নদে বাঁধ দিয়ে ডিমওয়ালা মাছ নিধনের বিষয়টি অবগত হন। তাছাড়া আড়াআড়ি বাঁধ দেওয়ার ফলে পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ হওয়ায় বোরো ধানের আবাদ ক্ষতিগ্রস্ত হচ্ছিল।

বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করলে তিনি বড়হিত ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা তৌহিদ আহমেদকে বাঁধ অপসারণের নির্দেশ দেন। নির্দেশ পেয়ে ভূমি কর্মকর্তা স্থানীয়দের সহায়তায় বাঁধ অপসারণ করেন ।

উপজেলা নির্বাহী অফিসার মোসা. হাফিজা জেসমিন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে কাঁচামাটিয়া নদের স্বাভাবিক পানিপ্রবাহ সচল রাখা, ডিমওয়ালা মাছ নিধন বন্ধ ও ফসল সুরক্ষায় বাঁধ অপসারণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *