ঈশ্বরগঞ্জে কৃষকদের সাথে মতবিনিময় সভা

ঈশ্বরগঞ্জে কৃষকদের সাথে মতবিনিময় সভা

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: ভোজ্য তেলের আমদানী নির্বরতা কমাতে ঈশ্বরগঞ্জে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জানা যায়, উপজেলার বড়হিত ইউনিয়নের পাইকুড়া গ্রামের কৃষকদের সাথে তৈল ফসলের উৎপাদন বাড়াতে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সরেজমিন উইংয়ের পরিচালক কৃষিবিদ হাবিবুর রহমান চৌধূরী।

ময়মনসিংহ জেলার উপ-পরিচালক কৃষিবিদ মতিউজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আশরাফ উদ্দিন। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নুসরাত জামান।

এসময় অতিরিক্ত কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অফিসার, উপসহকারী কৃষি অফিসারসহ পাইকুড়া গ্রাম ও তার আশেপাশের কৃষকরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় কৃষকরা সরিষা আবাদ বৃদ্ধি করার অঙ্গিকার ব্যক্ত করেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সরেজমিন উইংয়ের পরিচালক কৃষিবিদ হাবিবুর রহমান চৌধূরী বলেন, আমরা ভোজ্য তেলের আমদানী কমাতে চাই। দেশকে তেল উৎপাদনে স্বয়ংসপূর্ণ করতে চাই। তিনি স্বল্প জীবনকালীন রোপা আমন ধান (ব্রি ধান৭১, ব্রি ধান ৮৭) চাষ করে উন্নত জাতের সরিষা (বারি সরিষা-১৪, বারি সরিষা-১৭) আবাদের উপর জোর দিয়ে বলেন এতে করে আমরা তেল উৎপাদনে স্বয়ংস্পূর্ণতা অর্জন করতে পারব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *