ঈশ্বরগঞ্জে ২ হাজার পরিবার খাদ্যসামগ্রী পেলো

ঈশ্বরগঞ্জে ২ হাজার পরিবার খাদ্যসামগ্রী পেলো

ঈশ্বরগঞ্জে কর্মহীন মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার লেখা সম্বলিত ব্যাগের ভেতরে খাদ্যসামগ্রী। কর্মহীন অসহায় মানুষের তালিকা প্রণয়ন করে অগ্রাধীকার ভিত্তিতে খাদ্যসামগ্রী পৌঁছানো হচ্ছে।

বৃহস্পতিবার পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা মো. আবদুস ছাত্তার ব্যক্তিগত ও সরকারি উদ্যোগে ১ হাজার পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল ও একটি করে মিষ্টি কুমড়া পৌঁছান। পৌরসভা কার্যালয়ে ৫০ জন ব্যক্তিকে আনুষ্ঠানিক ভাবে খাদ্যসামগ্রী হস্তান্তর শেষে বাড়িতে খাদ্যসামগ্রী পাঠানো হয়।

এদিকে উপজলোর উচাখিলা ইউনিয়নে চেয়ারম্যান শফিকুল ইসলামের ব্যক্তিগত ও সরকারি উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছানো হচ্ছে।

ইউনিয়নে উপজেলা প্রশাসন মনোনীত স্বেচ্ছাসেবকদের মাধ্যমে ওয়ার্ড ভিত্তিক বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী বৃহস্পতিবার পৌঁছানো হয়। অপরদিকে জাটিয়া ইউনিয়নের ৩০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। জাটিয়া উচ্চ বিদ্যালয়ের খেলার মাছে সামাজিক দূরত্ব বজায় রেখে উপকার ভোগীরা খাদ্যসামগ্রী গ্রহণ করে।

খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম শুরুর সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, সংসদ সদস্যের প্রতিনিধি নুরুল ইসলাম খান সুরুজ প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, উপজেলার ১১ টি ইউনিয়ন ও পৌরসভায় তালিকা পণয়ন করে অগ্রাধীকার ভিত্তিতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্যসামগ্রী বাড়িতে পৌঁছানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *