ঈশ্বরগঞ্জে স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ বর্জন

ঈশ্বরগঞ্জে স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ বর্জন

ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ হেলথ এ্যসিসটেন্ট এ্যাসোসিয়েশন এর হামরুবেলা (শিশু রোগ বিষয়ক) ৬ দিন ব্যাপী প্রশিক্ষণ বর্জন কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় কর্মরত স্বাস্থ্য কর্মীরা কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে হাম রুবেলা প্রশিক্ষণ কর্মসূচী বর্জন করেছে।

বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের এ প্রশিক্ষণে অংশগ্রহণ করার কথা ছিল।

জানা যায়, কেন্দ্রীয় দাবী বাস্তবায়ন সমন্বয় পরিষদের ডাকে সারাদেশ ব্যাপী স্বাস্থ্য সহকারীদের টেকনিক্যাল স্কেল (বেতন কোড-১১) আদায়ের লক্ষ্যে হামরুবেলা ট্রেনিং বর্জন করে। গত ১ ফেব্রয়ারী এ কর্মসূচী শুরু হয়েছে এবং আগামী ৬ ফেব্রুয়ারী পর্যন্ত চলবে বলে আন্দোলনকারীরা জানান।

বাংলাদেশ হেলথ এ্যসিসটেন্ট এ্যাসোসিয়েশন ঈশ্বরগঞ্জ শাখার সভাপতি একেএম আনিছুর রাজ্জাক ভূইয়া খোকন জানান ১৯৯৮ সালে তৎকালীন ও বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় এক “মা” সমাবেশে স্বাস্থ্য সহকারীদের টেকনিক্যাল স্কেল প্রদানের আশ্বাস দিয়েছিলেন কিন্তু আজও তা আলোর মুখ দেখেনি। তাই আমরা সারাদেশ ব্যাপী স্বাস্থ্য সহকারীরা এ কর্মসূচী পালন করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *