ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিবসটি উদযাপন উপলক্ষ্যে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জানা যায়, উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার হাফিজা জেসমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান একেএম ফরিদুল্লাহ ফরিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সানোয়ার রাসেল, সরিষা ইউপি চেয়ারম্যান একরাম হোসেন ভূঁইয়া, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদী, প্রেসক্লাব আহব্বায়ক আবুল কালাম আজাদ, ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার দেলোয়ার হোসেন প্রমূখ।

উপজেলা নির্বাহী অফিসার হাফিজা জেসমিন বলেন, বাংলাদেশ দুর্যোগপ্রবণ অঞ্চলে অবস্থিত। দুর্যোগ মোকাবিলা করেই এদেশের মানুষকে বেঁচে থাকতে হবে। দুর্যোগ মোকাবিলায় আমাদের সক্ষমতা বেড়েছে। দুর্যোগের আগাম প্রস্তুতি যত বেশি নেওয়া যাবে, ক্ষয়ক্ষতি তত কমিয়ে আনা সম্ভব হবে। এজন্য মানুষের মধ্যে সচেতনতা বাড়ার বিকল্প নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *