নারী সদস্যের চুলের মুঠি ধরে জুতাপেটা করলেন ইউপি চেয়ারম্যান

মহিলা সদস্যকে শ্লীলতাহানি অভিযোগে চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: ঈশ্বরগঞ্জে এক মহিলা ইউপি সদস্যকে মারধর করে শ্লীলতাহানি করার অভিযোগে শনিবার রাতে চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ওসি তদন্ত বন্দে আলী মিয়া মামলার বিষয়টি নিশ্চিত করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার উচাখিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিম ওই ইউনিয়নের সংরক্ষিত ৩নং ওয়ার্ড সদস্য রোকসানা খাতুনকে গত বৃহস্পতিবার রাতে ইউপি কার্যালয়ে অকথ্য ভাষায় গালাগাল করে চুলের মুঠি ধরে জুতা পেটা ও শ্লীলতাহানি করে। পরে রাতেই মহিলা সদস্য বাদী হয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন। পুলিশ ঘটনার তিন দিন পর চেয়ারম্যানসহ অজ্ঞাত আরও ১০/১৫ জনকে আসামী করে থানায় মামলা রেকর্ড করে।

সংরক্ষিত মহিলা সদস্য রোকসানা খাতুন জানান, চেয়ারম্যান আমাকে ডেকে নিয়ে বিভিন্ন প্রকল্পের কাজে স্বাক্ষর করতে বলে। পরে আমি অস্বীকৃতি জানালে এ নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে চেয়ারম্যান আমার চুলের মুঠি ধরে জুতা দিয়ে মারধর করে। পরে আমি থানায় গিয়ে বিষয়টি অফিসার ইনচার্জকে অবহিত করে লিখিত অভিযোগ দিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *