ঈশ্বরগঞ্জে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি পালিত

ঈশ্বরগঞ্জে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি পালিত

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: ঈশ্বরগঞ্জে রাজস্ব খাতের আওতায় পোনামাছ অবমুক্তকরণ করা হয়েছে। সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব এমপি ফখরুল ইমাম।

উপজেলা নির্বাহী অফিসার হাফিজা জেসমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন।

এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহমেদ, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদি, জেলা মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক ফজলুল কাবীর, সহকারী পরিচালক সালাহ উদ্দিন কবীর, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এএসএম সানোয়ার রাসেল, সহকারী কমিশনার ভুমি মাহাবুবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা মোঃ নূরুল হুদা খান, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পীরজাদা শেখ মোস্তাছিনুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল কাদির প্রমুখ।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সানোয়ার রাসেল জানান, রাজস্ব খাতের আওতায় ২০২২-২০২৩ অর্থ বছরে ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের পুকুরসহ উপজেলার ৭ টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে মোট ৪০০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হবে।

ঈশ্বরগঞ্জ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর, ঈশ্বরগঞ্জ থানা, জামিয়া ইসলামিয়া গাফুরিয়া মাদ্রাসা, চৌকি আদালতের, হরপার্বতী মন্দির, নশতি, উচাখিলা ও ভেই বিলে মাছ অবমুক্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *