ঈশ্বরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা

ঈশ্বরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা

ডেস্ক নিউজঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে করোনা ভাইরাস পরিস্থিতিকে কাজে লাগিয়ে চাল-পেয়াজসহ নিত্য পণ্যের মূল্য বাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। সাধারণ মানুষের অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার বিকেলে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে ৫ ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

করোনা ভাইরাস পরিস্থিতিকে কাজে লাগিয়ে গত দু’দিন ধরে দ্রব্য মূল্যের দাম বাড়িয়ে দিতে শুরু করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেনের মুঠোফোনে নিত্য পণ্যের মূল্য বাড়িয়ে দেওয়ার অভিযোগ করতে শুরু করেন সাধারণ মানুষ।

চাল ও পেয়াজের দাম সবচেয়ে বেশি বাড়াতে শুরু করে। ৪৫ কেজি দরে পেয়াজ তিন দিন আগে বিক্রি হলেও শুক্রবার ৬৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল। শুক্রবার বস্তাপ্রতি চালের ২০০ টাকা বাড়িয়ে দেওয়া হয়। কৃত্রম সংকট দেখিয়ে চাল, পেয়াজ ও অন্যান্য নিত্য পণ্যের অতিরিক্ত মূল্য আদায় করায় শুক্রবার বিকেলে অভিযান শুরু করে প্রশাসন।

সাধারণ মানুষের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক সাঈদা পারভীন অতিরিক্ত মূল্যে চাল বিক্রি করায় মো. হাসান মিয়াকে ১০ হাজার টাকা, অতিরিক্ত দামে পেয়াজ বিক্রি করায় আড়ৎ মালিক মাসুদ মিয়াকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ঈশ্বরগঞ্জ পৌর বাজারে অভিযান শেষে আঠারবাড়ি রায়ের বাজারে অতিরিক্ত দামে পেয়াজ বিক্রি করায় ব্যবসায়ী লিটন দাসকে ১০ হাজার টাকা, আল আমিনকে ৩ হাজার টাকা, আবদুস ছাত্তারকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, করোনা ভাইরাস পরিস্থিতিকে কাজে লাগিয়ে দ্রব্য মূল্যে দাম নিয়ন্ত্রণের মধ্যে রাখতে অভিযান চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published.