
ঈশ্বরগঞ্জ ছাত্র কল্যাণ পরিষদের কমিটি গঠন
কলেজ প্রতিনিধিঃ ময়মনসিংহ আনন্দ মোহন কলেজস্থ ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন সম্পন্ন হয়েছে। বুধবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কমিটি গঠন সম্পন্ন হয়।
২০২১ সালের জন্য গঠিত হওয়া কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ আল ইমরান গণি ভূঁইয়া(হিরা)।সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ইংরেজি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হোছাইন মুহাম্মদ তারেক।
সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন- মুহাইমিনুল ইসলাম আশিক, আনিসুল হক আনিস,লোকনাথ বনিক তানজিম হাসান সোহেল ,আলমগীর কবির, এস এম রবিন ,আব্দুল আউয়াল। যুগ্ম সাধারণ সম্পাদক- ফরহাদ জনি ,জহিরুল ইসলাম, মাহবুব হাসান তুহিন ,মারুফ চকদার, মাজহারুল ইসলাম।
সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন- মাহফুজুর রহমান। এছাড়াও দপ্তর সম্পাদক মেহেদী হাসান অপু, প্রচার সম্পাদক সরাব উদ্দিন ,ক্রীড়া সম্পাদক হৃদয় মন্ডল গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক সোহাগ মিয়া ,ছাত্রী বিষয়ক সম্পাদক সাবিকুন্নাহার ,অর্থ সম্পাদক লোকমান হোসাই, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জুনায়েদ সিদ্দিক, আপ্যায়ন বিষয়ক সম্পাদক এনামুল হক, ধর্ম বিষয়ক সম্পাদক মোজাম্মেল আকন্দ ,সমাজসেবা বিষয়ক সম্পাদক নাজিউর রহমান।
এছাড়াও কার্যনির্বহী সদস্য- কায়সার মন্ডল ,সাঈদ মোহাম্মদ আজিম, শাকিল আহমেদ, মোঃ সোহাগ মিয়া ,মাজহারুল হক আকন, তামিম ইসলাম ।
সংগঠনের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক হোছাইন মুহাম্মদ তারেক বলেন, ঈশ্বরগঞ্জ ছাত্র কল্যাণ পরিষদ প্রতিষ্ঠালগ্ন থেকেই কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের বিপদ-আপদে পাশে দাঁড়িয়েছে এবং ভর্তি পরীক্ষা দিতে আসা নতুন শিক্ষার্থীদের ও ভর্তি পরবর্তী করণীয় বিষয়ে নবীন শিক্ষার্থীদের বিভিন্ন সহযোগিতায় কাজ করে যাচ্ছে। ঈশ্বরগঞ্জ ছাত্র কল্যাণ পরিষদ ভবিষ্যতেও সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে সমাজ,দেশ তথা রাষ্ট্র বিনির্মাণে প্রতিটি শিক্ষার্থীকে দক্ষ প্রকৌশলী হিসেবে গড়ে তুলতে কাজ করে যাবে।’