
ঈশ্বরগঞ্জ পৌরসভায় ভিজিএফ কার্ডের চাল বিতরণ
ডেস্ক রিপোর্টঃ ঈশ্বরগঞ্জ পৌরসভায় পবিত্র ঈদ-উল-ফিতর-২০২২ উপলক্ষে ভিজিএফ কার্ডের চাল বিতরণ করা হয়েছে। রোববার পৌরসভা কার্যালয়ে ৪ হাজার ৬শ’ ২১টি কার্ডের অনুকূলে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
চাল বিতরণকালে উপস্থিত ছিলেন পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. হাফিজা জেসমিন, পৌর সচিব জাহাঙ্গীর হোসেন, কাউন্সিলর আব্দুল মোতালেব, সাইদুর রহমান রাসেল প্রমুখ।
মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার জানান, জননেত্রী বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সাধারণ মানুষের মাঝে বিভিন্নভাবে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে পৌরসভার খেটে খাওয়া মানুষের মাঝে এসব চাল বিতরণ করা হয়েছে।