
বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীতে ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলী
ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) ও জাতীয় শিশু দিবস ২০২০ পালন করেছে ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব।
মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন। পরে সকাল সাড়ে দশটায় ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবে কেক কেটে আলোচনা সভা ও মিষ্টি বিতরন করা হয়।
এসময় উপস্তিত ছিলেন ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাবেক সভাপতি ফেরদৌস কোরাইশী টিটু, সদস্য মোস্তাফিজুর রহমান, রুহুল আমিন রিপন, সাংবাদিক হাবিবুর রহমান, উবায়দুল্লাহ রুমি প্রমুখ।