
এমপি প্রার্থী শাহ মঞ্জুর গণসংযোগ ও মোটরসাইকেল শোভাযাত্রা
ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ -৮ ঈশ্বরগঞ্জে গণসংযোগ, পথসভা ও মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য নৌকা মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট শাহ মনজুরুল হক।
শুক্রবার (১৩ অক্টোবর) সকালে ঈশ্বরগঞ্জ উপজেলার মধুপুর এলাকা থেকে প্রায় পাঁচ শতাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রাটি বের হয়। এ সময় মনোনয়ন প্রত্যাশী শাহ মনজুরুল হক গণসংযোগ ও পথসভা করেন।
জানা যায়, সকাল থেকে মোটরসাইকেল নিয়ে নেতাকর্মীরা মধুপুর এলাকায় জড়ো হয়। পরে সেখান থেকে মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন ইউনিয়ন ও শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে মগটুলা, মাইজবাগ, সদর, জাটিয়া ইউনিয়নসহ পৌর শহরের বিভিন্ন পয়েন্টে গণসংযোগ, পথসভা করেন নৌকার মনোনয়ন প্রত্যাশী শাহ মনজুরুল হক।
এ সময় উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।