
করোনা: মেয়ের বিয়ের অনুষ্ঠান স্থগিত করলেন মেয়র
ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস ছাত্তারের মেয়ের বিয়ের দিন ধার্য্য করা হয়েছিল শুক্রবার (২০ মার্চ)। কিন্তু নোভেল করোনা ভাইরাসের কারণে সামাজিক অনুষ্ঠানে রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা জারির ফলে স্থগিত ঘোষণা করে দেন নিজের মেয়ের বিয়ের জাকজমকপূর্ণ আয়োজন। ঘরোয়াভাবে সম্পন্ন করেন মেয়ের বিয়ের আনুষ্ঠানিকতা।
পুর্ব নির্ধারিত অনুষ্ঠানটি হবার কথা ছিল ঈশ্বরগঞ্জ অডিটরিয়ামে। বহু অথিতিকে নিমন্ত্রন করেছিলে, এমনকি অনুশঠানের জন্য প্রয়োজনীয় সকল বাজার সদাইও করে ফেলেছিলেন। সকল আয়োজন সম্পন্ন করেও রাষ্ট্রীয় নিষেধাজ্ঞাকে সম্মান জানিয়ে গতকাল (১৯ মার্চ) রাত ৯ টার দিকে মেয়ের বিয়ের অনুষ্ঠান স্থগিত করেছেন পৌর মেয়র।
এ বিষয়ে আব্দুস সাত্তারের সাথে কথা হলে তিনি জানান, সবদিক বিবেচনা করে রাষ্ট্রীয় নিয়মের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে বিয়ের সকল অনুষ্ঠান স্থগিত করা হয়েছে ।‘আমাদের সবার ভালোর কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছি। আল্লাহ সুস্থ রাখলে অনুষ্ঠান পরেও করা যাবে।’