
ঈশ্বরগঞ্জে অগ্নিকাণ্ডে গোয়াল ঘরসহ ২ গরু পুড়ে ছাই
ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়ন শিবপুর গ্রামের ঘোষবাড়িতে গোয়াল ঘরে আগুন লেগে গোয়াল ঘর সহ ২টি গরু পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (৩১ মার্চ) রাত ১১টার সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৈদ্যুতিক সট সার্কিট হতে মোস্তফার গোয়ালে আগুনের সূত্রপাত হয়ে লেলিহান মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ও স্থানীয় লোকজন প্রায় ১ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ইতোমধ্যে গোয়ালঘর সহ ২ টি গরু পুড়ে ছাই হয়ে যায়।
মোস্তুফার সহধর্মীনি বেদেনা আক্তার জানান, সাড়া ঘর কারেন্ট হয়ে যাওয়ায় কিছুই বাঁচানো গেলো না। ৯ মাসের একটি অন্তসত্বা গাভী পুড়ে ছাই হয়ে গেছে। অপর গরুটি প্রায় ৮০ ভাগ পুড়ে গেছে সেটিও আশংকাজনক।
উপজেলা নির্বাহী অফিসার হাফিজা জেসমিন জানান, আগুন লাগার বিষয়টি শুনেছি। অগ্নিকাণ্ডের পরিবারের প্রতি সমবেদনা জানানাই। ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারটি যেন একটি আবেদন করেন, সরকারি বরাদ্দ সাপেক্ষে সহযোগিতা করা হবে।