
ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা বিপুল ঘোষ আর নেই
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ঈশ্বরগঞ্জে বিপুল ঘোষ (৩৫) নামে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। আজ ভোর পৌনে ৪টায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। বিপুল ঘোষ ঈশ্বরগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, ঈশ্বরগঞ্জ পৌর শাখার সভাপতি ছিলেন।
প্রয়াত বিপুলের বাড়ি উপজেলার সদর ইউনিয়নের ভাইতগাঁও গ্রামে। তবে তিনি দীর্ঘদিন যাবৎ স্ত্রী সন্তানকে নিয়ে পৌর এলাকার চরনিখলা গ্রামে থাকতেন। এখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিপুল ঘোষের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি একে এম ফরিদ উল্লাহসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দ।
অন্যদিকে তাঁর আত্মার শান্তি কামনা করেছেন জাতীয় হিন্দু মহাজোট ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌর শাখা।