ঈশ্বরগঞ্জে নির্বাচনি সহিংসতায় ভাঙচুর-অগ্নিসংযোগ

ঈশ্বরগঞ্জে নির্বাচনি সহিংসতায় ভাঙচুর-অগ্নিসংযোগ

ডেস্ক রিপোর্টঃ ঈশ্বরগঞ্জে নির্বাচনি সহিংসতায় প্রায় শতাধিক বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার বিকালে ও মঙ্গলবার সকালে উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচর মাইজপাড়া, বড়হিত ইউনিয়নের নারায়নপুর, সরিষা ইউনিয়নের কাছিমপুর, মহশেপুর ও মাইজবাগ ইউনিয়নের বড়জোড়া এলাকায় এসব ঘটনা ঘটে।

উচাখিলা ইউনিয়নে বিজয়ী মেম্বার আবুল বাশার জানান, তিনি নৌকা প্রার্থী শফিকুল ইসলামের পক্ষে কাজ করায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নজরুল ইসলাম ও তার সমর্থক ও পরাজিত মেম্বার মফিজুল হক ও ছাক্কুল মিলে তার বাড়িঘরসহ এলাকার প্রায় ৩০-৪০টি ঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে।

এ সময় হামলাকারীরা তার নিজের ১টি ও শফিকুল ইসলামের ১টি ঘরে অগ্নিসংযোগ করে। এছাড়া ২টি মোটরসাইকেল, ৪টি সেচ মোটরে আগুন ধরিয়ে দেয়। নগদ টাকা, স্বর্ণালংকার ও ৭টি গরু ২টি ছাগল লুট করে নিয়ে যায়।

হামলায় বিজয়ী মেম্বার পক্ষের ৭ জন ও প্রতিপক্ষের ৩ জন আহত হয়। আহতদের মধ্যে ফজলুল হক ও তফাজ্জলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে নজরুল ইসলাম বলেন, চেয়ারম্যান পদে নির্বাচন করেছি, মেম্বারদের সঙ্গে আমার কোনো বিরোধ নেই। বিজয়ী প্রার্থী বাশার পরাজিত চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলামের ইন্ধনে আমার বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে। তখন আমার পরিবারের লোকজন হামলাকারীদের ধাওয়া করে।

এদিকে বড়হিত বিজয়ী মেম্বার মোহাম্মদ আলীর সমর্থক ও রগুনাথপুর গ্রামের বাচ্চু মেম্বার সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৫ জন আহত হন। তাদের মধ্যে ৪ জনকে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হয়েছে।

ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. আব্দুল কাদের মিয়া বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *