নির্মানের এক সপ্তাহের মধ্যেই ভেঙ্গে পড়লো ইউড্রেন!

নির্মানের এক সপ্তাহের মধ্যেই ভেঙ্গে পড়লো ইউড্রেন!

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বড়হিত ইউনিয়নের কেশবপুর গ্রামে এলজি এসপির অর্থায়নে নির্মাণের নিন্মমানের সামগ্রী দিয়ে কাজ করায় ১ সপ্তাহ মশ্যেই ভেঙ্গে পড়লো ইউড্রেনটি।

জানা যায় এলজিএসপি প্রকল্প কাজে অনিয়ম ও দূর্নীতির কারনেই ৬০ হাজার টাকা ব্যায়ে নির্মিত ওই ড্রেনটি এভাবেই ভেঙ্গে পড়েছে।

সরেজমিন গিয়ে স্থানীয় এলাকাবাসীর সাথেকথা হলে তারা অভিযোগ করে জানান পূর্বের ইউড্রেনের ইট ব্যবহার করে এবং নামে মাত্র সিমেন্ট দিয়ে দায়সারা কাজ করায় ড্রেনটি ভেঙ্গে যায়।

এ ব্যাপারে প্রকল্প চেয়ারম্যান ইউপি সদস্য আব্দুল জলিলকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন ইউড্রেনটি ভেঙ্গে গেছে তা তিনি নিজেই জানেন না। এ সর্ম্পকে ইউপি সচিব আব্দুল আওয়ালের সাথে কথা হলে তিনি বলেন কাজ শেষ হওয়ার পর ঠিকমতো পানি ও কাজের তদারকি না করায় হয়তো ইউড্রেনটি ভেঙ্গে গেছে।

এ সম্পর্কে উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের সাথে কথা হলে তিনি জানান নির্মিত ড্রেনটি কীভাবে ভেঙ্গে গেল এ ব্যাপারে ব্যাবস্থা নেওয়া হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *