
ঈশ্বরগঞ্জে আন্ত:স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা
ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: ঈশ্বরগঞ্জে শেখ কামাল আন্ত:স্কুল ও মাদরাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৬ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ওই প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান।
জাতীয় স্কুল মাদরাসা ও কারিগরী শিক্ষা সমিতি আয়োজিত ৫১ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদী, মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর হোসেন, সিনিয়র মৎস কর্মকর্তা সানোয়ার রাসেল, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আবু হানিফা, সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য আবুল কায়সার তালুকদার, একাডেমিক সুপার ভাইজার আবু হানিফা মোহাম্মদ আশাদুজ্জামান প্রমুখ।
খেলা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।