
ঈশ্বরগঞ্জে সীমিত উপস্থিতিতে স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন
ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে জাতীয় ভাবে মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠান সীমিত করা হয়েছে। জনসমাগম এড়িয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে স্বাধীনতা দিবসে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলিত হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলিত হয়।
প্রতিবছর মহান স্বাধীনতা দিবসে জমকালো ভাবো উদযাপিত হয়। কিন্তু এ বছর করোনা ইস্যুতে নেই স্বাধীনতা দিবসের জৌলুস। সামাজিক দূরত্ব বাজায় রেখে সকলে নিজ গৃহে অবস্থানের জন্য নির্দেশনা দিয়েছে সরকার।
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে এ বছর মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানও শুধু তোপধ্বণি ও আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে সীমাবদ্ধ করেছে। সরকারি নির্দেশনা ও করোনা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী নিদিষ্ট দূরত্ব বজায় রেখে আনুষ্ঠানিক ভাবে ঈশ্বরগঞ্জেও জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯ টায় আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা মো. আবদুস ছাত্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন, থানার ওসি মো. মোখলেছুর রহমান প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, বিশ্বস্বাস্থ্য সংস্থার বিধিমালা মেনে সীমিত সংখ্যক লোকের উপস্থিতিতে স্বাধীনতা দিবসের জাতীয় পতাকা উত্তোলিত হয়েছে।