
স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ঈশ্বরগঞ্জে নির্বাচনী জনসভা
ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রনে সরকার ইতোমধ্যে বন্ধ করেছে ইউপি নির্বাচনের সকল কর্যক্রম।করোনাভাইরাস বেড়ে যাওয়ায় সারা দেশে আগামী ১৪ এপ্রিল থেকে ফের এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউনের কথা ভাবছে সরকার।
স্বাস্থ্যবিধির পালনের ১৮দফা বাস্থবায়নের উপর প্রশাসনের কঠোর অবস্থান থাকার পরও বৃহস্পতিবার রাতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের তারুন্দিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি মহিউদ্দিন আজাদ মানিক নির্বাচনি জনসভা করেছেন।
এতে উপস্থিত ছিলেন, তারুন্দিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম প্রমুখ।
এদিকে স্বাস্থবিধি পালন না করেই খোলা রেখেছে বিভিন্ন মার্কেট, হাট-বাজার। রাস্তায় যথারিতি চলচাল করছে ইজিবাইক, অটোবাইক, সিএনজি, ত্রি-হুলারসহ বিভিন্ন যানবাহন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন বলেন, নিষেধ করার পরও সে সমাবেশ করেছে। এটা চরম অন্যায় ও দুঃখজনক।