
ঈশ্বরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থতের টিন ও নগদ টাকা প্রদান
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের টিন ও নগদ টাকা দেওয়া হয়েছে। সোমবার দুপুরে ক্ষতিগ্রস্থদের মাঝে ওই সহায়তা প্রদান করা হয়।
উপজেলার জাটিয়া ইউনিয়নের জাটিয়া বাজারে গত ১০ এপ্রিল রাতে অগ্নিকান্ডের ১০ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে ছড়িয়ে পড়লে ব্যবসায়ীদের পণ্যসহ দোকানঘর পুড়ে ছাই হয়। ওই অবস্থায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ দশ জন ব্যবসায়ীকে সোমবার দুপুরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ২০ বান্ডিল ঢেউটিন ও ৬০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, সংসদ সদস্যের প্রতিনিধি জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি নুরুল ইসলাম সুরুজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম প্রমুখ।