
ঈশ্বরগঞ্জে কৃষকের শরীরে করোনা
ঈশ্বরগঞ্জে এক কৃষকের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। এ নিয়ে উপজেলায় করোনা সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়ালো।
উপজেলার জাটিয়া ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা ৫০ বছর বয়সী ব্যক্তিটি গত কয়েকদিন ধরে পেটের যন্ত্রণায় ভুগছিলেন। যন্ত্রণা নিয়ে সোমবার ময়মনসিংহের এসকে হাসপাতালে চিকিৎসার জন্য যান। ওই ব্যক্তির শরীরে করোনা সংক্রমণ রয়েছে কী না তা জানার জন্য নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়। পরীক্ষা শেষে মঙ্গলবার বিকেলে ওই ব্যক্তির করোনা পজিটিভ আসে। তার বাড়ি প্রশাসন লকডাউন করে দিয়েছে।
ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূরুল হুদা খান বলেন, পেটের ব্যথা নিয়ে ওই ব্যক্তি এসকে হাপাতালে চিকিৎসার জন্য গেলে পরীক্ষার মাধ্যমে তার শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। তার বাড়িটি লকডাউন করে রাখা হয়েছে।