ঈশ্বরগঞ্জে ৩দিন ব্যাপী কৃষি মেলা শুরু

ঈশ্বরগঞ্জে ৩দিন ব্যাপী কৃষি মেলা শুরু

ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ-”অর্থকরী ফসল চাষে, অর্থ পুষ্টি দুই-ই আসে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঈশ্বরগঞ্জে তিনদিন ব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিনদিন ব্যাপী ওই কৃষি মেলার উদ্বোধন করা হয়।

বেলা ১১টায় বর্ণাঢ্য র‌্যালি শেষে উপজেলা পরিষদের হলরুমে কৃষি মেলা-২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা নিবার্হী অফিসার মোসা. হাফিজা জেসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালী যুক্ত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ফখরুল ইমাম।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পীরজাদা শেখ মোহাম্মদ মোস্তাছিনুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ. কে এম ফরিদ উল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা হাসান পলি, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সানোয়ার রাসেল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুসরাত জামান।

আলোচনা সভা শেষে মেলা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, নার্সারী মালিকগন।

উপজেলা কৃষি কর্মকর্তা নুসরাত জামান বলেন, মেলায় ফলদ, ঔষধি, বনজসহ, ভাসমান বেডে সবজি চাষ ও মডেল ভিলেজসহ মোট ২০ টি স্টল শোভাবর্ধন করেছে। এছাড়া বিভিন্ন ধরনের বীজ ও সনতান কৃষি সরঞ্জাম প্রদর্শিত হয়েছে। এ মেলা চলবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *