
ঈশ্বরগঞ্জে তিন ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের জরিমানা
ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় ভ্রাম্যমান আদালত তিন ব্যবসায়ীকে জরিমানা করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক এ দন্ডাদেশ দেন।
করোনা ভাইরাসের বিস্তার রোধে সরকারি ভাবে লকডাউন করা হয়েছে। ওষুধ, মুদি ও সবজির দোকান ছাড়া দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে প্রশাসন।
এছাড়া সামাজিক দূরত্ব বজায় রেখে সকল মানুষকে নিজ গৃহে অবস্থান করতে নির্দেশনা দেওয়া হয়েছে। মানুষ নির্দেশনা মানছে কি না তা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেনের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের টিম বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালায়।
সন্ধ্যায় ঈশ্বরগঞ্জ পৌর বাজারে মারফত চেয়ারম্যান কমপ্লেক্সে মোবাইল ফোন মেরামতের দোকান খোলা রাখায় সেখানে
অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক সাঈদা পারভীন।
ওই সময় ব্যবসায়ী মিজানুর রহমান মানিককে ৫ হাজার টাকা, রফিকুল ইসলামকে ৩ হাজার টাকা অর্থদন্ড করেন। পরে পৌর এলাকার শেখ রাসেল মিনি স্টেডিয়ামের পাশে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় বাচ্চু মিয়া নামে এক ব্যবসায়ীকে ১ হাজার
টাকা অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক।