ঈশ্বরগঞ্জ থানা

ঈশ্বরগঞ্জে পুলিশ সেজে থানা থেকে মোটরসাইকেল ছিনতাই

ঈশ্বরগঞ্জ নিউজ ডেস্কঃ ঈশ্বরগঞ্জে পুলিশ সেজে কাগজপত্র দেখার কথা বলে মোটরসাইকেল ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গত সোমবার রাতে ঈশ্বরগঞ্জ থানায় এ ঘটনা ঘটে। মোটরসাইকেলের মালিকের নাম আবদুল আউয়াল (৩০)। থানা পুলিশ জানিয়েছে, প্রতারকই পুলিশ সেজে এ ধরনের কাণ্ডটি করেছে। এ বিষয়ে তদন্ত চলছে।

মোটরসাইকেল মালিক আবদুল আউয়াল জানান, গত সোমবার শেষ বিকেলে এক অপরিচিত লোক ঈশ্বরগঞ্জ সদরে যাওয়ার কথা বলে তাঁকে ১০০ টাকায় ভাড়া করে। কিছুদূর যাওয়ার পর আরোহী নিজেকে ঈশ্বরগঞ্জ থানার পুলিশ বলে পরিচয় দিয়ে মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চায়। চালক মোটরসাইকেলটি গত সপ্তাহে ক্রয় করেছেন, এখনো নিবন্ধনের কাগজপত্র হাতে পাননি বলে কথিত পুলিশকে জানান।

এ কথা শুনে চাবি কেড়ে নিয়ে তাঁকে (চালক) পেছনে বসিয়ে কথিত পুলিশ নিজে মোটরসাইকেল চালিয়ে ঈশ্বরগঞ্জ থানার ভেতরে নিয়ে যায়। থানার গ্যারেজে মোটরসাইকেল রেখে তাঁকে দাঁড়াতে বলে ওই পুলিশ থানার ভেতরে যায়।

চালক আউয়াল আরো বলেন, কিছুক্ষণ পর কথিত পুলিশ থানার ভেতর থেকে ফিরে এসে চার হাজার টাকা এনে আধাঘণ্টার মধ্যে মোটরসাইকেল ছাড়িয়ে নিতে বলে। টাকা জোগাড় করতে তিনি যখন থানার বাইরে যাচ্ছিলেন তখন কথিত পুলিশকে মোটরসাইকেলটি নিয়ে থানা থেকে বের হতে দেখেন। পরে টাকা জোগাড় করে থানায় গিয়ে প্রায় ঘণ্টাখানেক অপেক্ষা করেও ওই পুলিশকে খুঁজে পাননি।

ঈশ্বরগঞ্জ থানার ওসি আহম্মেদ কবির জানান, তিনি সিসিটিভিতে ঘটনাটি দেখেছেন। কথিত ওই পুলিশ ঈশ্বরগঞ্জ থানার নয়। প্রতারকই পুলিশ সেজে এ ধরনের কাণ্ডটি করেছে। এ বিষয়ে তদন্ত চলছে। সূত্রঃ কালের কন্ঠ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *