
ঈশ্বরগঞ্জে মাতৃভাষা দিবস উদযাপন
ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করেছে। রাত ১২ টা এ মিনিটিকে উপজেলা পরিষদ চত্বরের শহীদ মিনারে প্রশাসন, রাজনৈতিক ও সুশিল সমাজের প্রতিনিধিরা শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পণ করেন।
শুক্রবার বেলা সাড়ে ৭ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে প্রভাত ফেরি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
প্রভাত ফেরিতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সামুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, এসিল্যান্ড সাঈদা পারভীন, ওসি মোখলেছুর রহমান আকন্দ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বুলবুল প্রমুখ।