ঈশ্বরগঞ্জে শিবিরের গুলিতে নিহত ছাত্রলীগ নেতার নামে ফুটবল টুর্ণামেন্ট

ঈশ্বরগঞ্জে শিবিরের গুলিতে নিহত ছাত্রলীগ নেতার নামে ফুটবল টুর্ণামেন্ট

ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ ঈশ্বরগঞ্জে শিবিরের গুলিতে নির্মম ভাবে নিহত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সালেহ আহম্মেদ সোহেল স্মরণে আয়োজিত ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়।

১৯৯৯ সালের ১৭ মে তৎকালীন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ঈশ্বরগঞ্জ কলেজ ছাত্র সংসদের ভিপি সালেহ আমম্মেদ সোহেলকে হত্যা করা হয়। ওই দিন একদল শিবির ক্যাডার স্থানীয় ডাকবাংলো সামনে মিছিল নিয়ে যায়। মিছিল থেকে ছাত্রলীগ নেতাদের লক্ষ করে অতর্কিত ভাবে গুলি ছুড়তে থাকলে গুলিবিদ্ধ হন তৎকালীন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সালেহ আহম্মেদ সোহেলসহ কয়েকজন। তাদের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন। কিন্তু হত্যাকাণ্ডের দীর্ঘদিন পেরিয়ে গেলেও এখন বিচার প্রক্রিয়া ঝুলন্ত অবস্থায় রয়েছে।

প্রয়াত ছাত্রলীগ নেতার স্মরণে ঈশ্বরগঞ্জে পৌর ক্রীড়া একাডেমী ও ডায়মণ্ড সমাজ কল্যাণ ক্লাব যৌথ উদ্যোগে ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করে। কয়েকপর্বে খেলা শেষে বুধবার টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে দুর্ণিবার ক্লাব বনাম রবিন একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলার নির্ধারিত সময়ে দুর্ণিবার ক্লাব ২ গোলে জয় লাভ করে। খেলা শেষে বিজয়ী ও রানার আপ খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন শিবিরের গুলিতে নির্মম ভাবে নিহত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সালেহ আহম্মেদ সোহেলের বাবা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. এনায়েত উল্লাহ সরকার, পৌরসভার কাউন্সিলর আবদুল হোসেন, সমকাল প্রতিনিধি মোস্তাফিজুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *