
ঈশ্বরগঞ্জে স্কুলছাত্রী অপহরণের অভিযোগে মামলা
ঈশ্বরগঞ্জে অষ্টম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে থানায় মামলা হয়েছে। তবে ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও ছাত্রীটিকে উদ্ধার করতে পারেনি পুলিশ।
পৌর এলাকার দত্তপাড়া গ্রামের অষ্টম শ্রেণি পড়ুয়া স্কুলছাত্রী গত বুধবার সকালে বাসার সামনে হাটতে বেরুলে তাকে তুলে নিয়ে যায়।
ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে জমজ দুই বোন হাটতে বেরুলে অষ্টম শ্রেণি পড়ুয়া এক বোনকে তুলে নিয়ে যায় মুর্শিদুল আলম মাহিন নামের এক তরুণ। মাহিন দত্তপাড়া গ্রামের চন্দন মিয়ার ছেলে। সে চলতি বছর এসএসসি পরীক্ষা দিয়েছে। বেশ কিছুদিন ধরে ছাত্রীটিকে উত্ত্যক্ত করে আসছিলো বলে ছাত্রীটির পরিবার মামলায় উল্লেখ করেছে।
উত্ত্যক্তের বিষয়টি মাহিনের পরিবারকে জানানো হলে আরো ক্ষুব্ধ হয়ে উঠে সে। গত বুধবার রাস্তা থেকে জোর করে কিশোরী মেয়েটিকে তুলে নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিয়ে গত বৃহস্পতিবার ছাত্রীটির বাবা বাদি হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করে।
মামলাটির তদন্ত কর্মকর্তা এসআই শাওন চক্রবর্তী বলেন, প্রযুক্তির সহায়তা নিয়ে ছাত্রীটিকে উদ্ধারে তারা প্রচেষ্টা চালাচ্ছেন।