ঈশ্বরগঞ্জে স্বাস্থ্য বিধি না মানায় ভ্রাম্যমান আদালতের অর্থদণ্ড

ঈশ্বরগঞ্জে স্বাস্থ্য বিধি না মানায় ভ্রাম্যমান আদালতের অর্থদণ্ড

ঈশ্বরগঞ্জে সরকার নির্ধারিত সময় অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করায় ৩ ব্যবসায়ী এবং স্বাস্থ্য বিধি না মানায় এক পথচারীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার বিকেলে ঈশ্বরগঞ্জ পৌর বাজারে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত ওই অর্থদণ্ড প্রদান করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন।

জানা যায়, প্রতিদিনের ন্যায় বুধবার বিকেলে থানা পুলিশকে সঙ্গে নিয়ে উপজেলার পৌর সদরের বিভিন্ন জায়গায় অভিযান চালান নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন। সরকারের নির্ধারিত সময় অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ৩ দোকানী এবং স্বাস্থ্য বিধি না মানায় ১ পথচারিকে ৪ হাজার ২ শত টাকা অর্থদণ্ড প্রদান করেন।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন জানান, নির্ধারিত সময়ের মধ্যে দোকান বন্ধ এবং স্বাস্থ্য বিধি না মানায় পথচারীসহ ৪ জনকে অর্থদণ্ড দেয়া হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *