
ঈশ্বরগঞ্জে নতুন এসিল্যান্ড মাহবুবুর রহমানের যোগদান
ঈশ্বরগঞ্জ ডেস্ক: ঈশ্বরগঞ্জ উপজেলায় নতুন এসিল্যান্ড (সহকারী কমিশনার-ভূমি) হিসেবে যোগদান করেছেন মাহবুবুর রহমান। সোমবার (২৫ এপ্রিল ২০২২) থেকে তিনি আনুষ্ঠানিক ভাবে দায়িত্বপালন শুরু করেন। এর আগে তিনি জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার এসিল্যান্ড হিসেবে দায়িত্বে ছিলেন।
জানা যায়, এসিল্যান্ড মাহবুবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সংস্কৃত বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এরপর তিনি ৩৬ তম বিসিএসে এ্যাডমিন ক্যাডারে যোগদান করেন। তাঁর বাড়ি নেত্রকোনা জেলা পূর্বধলা উপজেলায়।