
ঈশ্বরগঞ্জ সুহৃদ সমাবেশ বই পড়ূন সমৃদ্ধ হোন
ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ ‘বই পড়ূন, সমৃদ্ধ হোন’-এই স্লোগানে তরুণ প্রজন্মকে বই পড়ায় উদ্বুদ্ধ করতে উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন আয়োজিত একুশে বইমেলায় সমকাল সুহৃদ সমাবেশের স্টলে বই পড়তে উদ্বুদ্ধ করা হচ্ছে। চার দিনব্যাপী আয়োজিত বইমেলায় সুহৃদ সমাবেশের পক্ষ থেকে একটি স্টল নেওয়া হয়েছে।
নানা ব্যতিক্রমী আয়োজনে দুই বছর ধরে সমকাল সুহৃদ সমাবেশে সুনাম কুড়িয়েছে। দেশের সেরা কয়েকটি সংগঠনের মধ্যে অন্যতম ঈশ্বরগঞ্জ সুহৃদ সমাবেশ ভাষার মাসে তরুণ প্রজন্মের মধ্যে বই পড়ায় উৎসাহী করতে উপজেলা প্রশাসন আয়োজিত চার দিনব্যাপী বইমেলায় একটি স্টল নিয়েছে সুহৃদ সমাবেশ।
বই পড়তে উদ্বুদ্ধ করা হচ্ছে তরুণ প্রজন্মকে। বুধবার বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আগামী শনিবার পর্যন্ত চলবে বইমেলা। ভাষার মাসে সুহৃদ সমাবেশ শুক্রবার ভোরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে। সকালে সুহৃদ সমাবেশের উদ্যোগে মেলা চত্বরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হবে।
সুহৃদ সমাবেশকে স্বাগত জানান ইউএনও জাকির হোসেন, মেয়র মুক্তিযোদ্ধা আবদুস ছাত্তার, সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন।