
ঈশ্বরগঞ্জে ফাঁসিতে ঝুলে কিশোরীর আত্মহত্যা
ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: ঈশ্বরগঞ্জে তাছলিমা আক্তার (১৪) এক কিশোরী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুর ২.৩০ টায় বসতঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার রাজিবপুর ইউনিয়নের ভাটিচরণঁওপাড়া (সীমার বুক) গ্রামের মৃত শহিদ মিয়া ও রেজিয়া খাতুনের পাঁচ মেয়ে ও এক ছেলের মধ্যে সে সবার ছোট ছিল। মেয়েটি মানসিকভাবে সমস্যায় ছিলো। তাই ঠিক কি কারণে আত্মহত্যা করতে পারে তা তারা বলতে পারছেনা।
ঈশ্বরগঞ্জর থানার অফিসার ইন-চার্জ পীরজাদা শেখ মোহাম্মদ মোস্তাছিনুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় সুরতহাল শেষে অপমৃত্যু মামলা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।