
ঈশ্বরগঞ্জে শিশুদের জন্যও প্রধানমন্ত্রীর উপহার
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন মানুষের মাঝে ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে সরকারি ভাবে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে।
নিম্ন আয়ের কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের পাশাপাশি শিশুদের জন্যও প্রধানমন্ত্রীর উপহার পৌঁছানো হচ্ছে বাড়ি বাড়ি। ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে শিশুদের জন্য উপহার হিসেবে খাদ্যসামগ্রী বুধবার থেকে বাড়ি বাড়ি পৌঁছানো কাজ শুরু হয়েছে।
উপজেলার ১১ টি ইউনিয়ন ও একটি পৌর সভার কর্মহীন অসহায় মানুষের অগ্রাধিকার তালিকা প্রণয়ন করে সরকারি ভাবে বাড়ি বাড়ি প্রধানমন্ত্রীর উপহার লেখা ব্যাগে করে খাদ্যসামগ্রী পৌঁছানো হচ্ছে।
মানবিক সংকটে নিম্ম আয়ের মানুষের পাশাপাশি শিশুদের কথা বিবেচনা করে বিশেষ ভাবে শিশুদের জন্যও খাদ্যসামগ্রী বাড়ি বাড়ি পৌঁছানো হচ্ছে। বুধবার ১৫৩ জন শিশুর জন্য খাদ্যসামগ্রী বিতরণের আনুষ্ঠিক কার্যক্রম শুরু করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত প্যাকেটে শিশুদের জন্য গুঁড়ো দুধ, চিনি, সুজি, ডাল ও বিস্কুটের প্যাকেট বুধবার বিকেলে অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, প্রেসক্লাবে সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।