
ঈশ্বরগঞ্জে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ গ্রেফতার ২
ঈশ্বরগঞ্জ (সমকাল) প্রতিনিধিঃ ঈশ্বরগঞ্জে মাদ্রাসা পড়ূয়া এক কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। নির্যাতিতার মা বাদী হয়ে মামলা করেছেন। ওই মামলায় ধর্ষক ও তার সহযোগীকে পুলিশ গ্রেফতার করে সোমবার আদালতে সোপর্দ করেছে।
সোহগী ইউনিয়নের হাটুলিয়া গ্রামের জাহাঙ্গীর আলম পাশের গ্রামের এক কিশোরী মেয়েকে প্রায়ই উত্ত্যক্ত করত। নানা ধরনের প্রস্তাব দিয়ে মেয়েটিকে উত্ত্যক্ত করলেও মেয়েটি জাহাঙ্গীরের সে প্রস্তাবে রাজি হচ্ছিল না। কিন্তু জাহাঙ্গীর উত্ত্যক্ত বন্ধ না করায় মেয়েটি তার পরিবারের লোকজনকে বিষয়টি জানায়।
এ অবস্থায় মেয়েটির পরিবারের লোকজন জাহাঙ্গীরের বাড়িতে গিয়ে মেয়েটিকে উত্ত্যক্ত করতে নিষেধ করে। এতে ক্ষুব্ধ হয়ে গত ১৯ ফেব্রুয়ারি কিশোরী মেয়েটিকে বাড়ির কাছের রাস্তা থেকে তুলে নিয়ে যায় জাহাঙ্গীর। ২ মার্চ মেয়েটির পরিবার খবর পায় ভালুকা উপজেলার সাতেঙ্গা গ্রামের মিলন মিয়ার বাড়িতে কিশোরী মেয়েটিকে আটকে রেখে ধর্ষণ করে।