
করোনা ভাইরাস নিয়ে ঈশ্বরগঞ্জে ওসির সচেতনামূলক প্রচার
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নোবেল করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক প্রচারপত্র বিলি করা হয়েছে। ঈশ্বরগঞ্জ থানা পুলিশের উদ্যোগে সোমবার বিভিন্ন স্থানে সচেতনতামূলক প্রচারপত্র বিলি করা হয়।
ময়মনসিংহ জেলা পুলিশের নির্দেশনা অনুযায়ী সোমবার দিনভর উপজেলার বিভিন্ন পয়েন্টে ও বাজারে নোভেল করোনা ভাইরাস কভার্ড-১৯ প্রতিরোধে বিভিন্ন নির্দেশনা মূলক প্রচারপত্র বিলি করেন থানার ওসি মো. মোখলেছুর রহমান আকন্দ।
ঈশ্বরগঞ্জ বাস স্টেশন, যাত্রীবাহি বাসের ভেতর, উপজেলার বিভিন্ন বাজারে গিয়ে সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়। সাধারণ মানুষকে করোনা ভাইরাস ছড়ানোর বিষয় গুলো তুলে ধরে এর লক্ষণ গুলো সম্পর্কে অবহিত করা হয়।
কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এমন আশঙ্কা দেখা দিলে হটলাইন নম্বরে যোগাযোগ করতে পরামর্শ দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. মোখলেছুর রহমান আকন্দ বলেন, করোনা ভাইরাস নিয়ে মানুষের মধ্যে সচেতনা সৃষ্টি করতে প্রচারপত্র বিলি করা হচ্ছে। এ কার্যক্রম অব্যহত থাকবে।