ঈশ্বরগঞ্জে স্কুলে জমজমাট পিঠা উৎসব

ঈশ্বরগঞ্জে স্কুলে জমজমাট পিঠা উৎসব

ডেস্ক নিউজঃ ঈশ্বরগঞ্জে বিভিন্ন পিঠা প্রদর্শনের মধ্য দিয়ে প্রতিশ্রুতি মডেল হাই স্কুলে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার পৌর এলাকায় উপস্থিত প্রতিশ্রুতি মডেল উচ্চ বিদ্যালয়ের কিন্ডার গার্ডেন শাখার উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে ওই পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।

পিঠা উৎসব অনুষ্ঠানের উদ্বোধন করেন ঈশ্বরগঞ্জ আইডিয়াল কলেজের অধ্যক্ষ আলমগীর কবির। ঈশ্বরগঞ্জ প্রতিশ্রুতি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক শোয়েব মোহাম্মদ রুপুর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর সাইফুর রহমান ভূইয়া রাসেল। এছাড়াও উপস্থিত ছিলেন উপাধক্ষ্য মোস্তাফিজুর রহমান, ব্যবসায়ি আকরাম হোসেন মনোয়ার, সাদেক হোসেন ভূঁইয়া প্রমুখ।

পিঠা উৎসবে নকশি পিঠা, চিতই পিঠা, রস পিঠা, ডিম চিতই, ভাপা পিঠা, পাটিসাপটা, আন্দশা, ইলিশ পিঠা, চিংড়ি পিঠা, মান্ডা পিঠা, মাওয়া পিঠা, নারিকেল পিঠা, খেজুর পিঠা, পাতা পিঠা, ঝুড়ি পিঠাসহ আরও কত কি!

পিঠা উৎসবে আসা অবিভাবক রিমা আক্তার বলেন, উৎসবের মধ্য দিয়ে শিক্ষার্থীরা নতুনসব পিঠার সঙ্গে পরিচিত হতে পারছে। বিদ্যালয়ের উদ্যোগে চমৎকার আয়োজন দেখে ভালো লাগছে। শিক্ষার্থীদের আনন্দ উচ্ছ্বাস ছিল মনে রাখার মতো।

প্রতিশ্রুতি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক ও পিঠা উৎসবের আয়োজক শোয়েব মোহাম্মদ রুপু বলেন, গ্রাম বাংলার ঐতিহ্য ধারণ এবং সম্প্রীতির মেলবন্ধনকে অটুট রাখতে আমাদের এ আয়োজন। এই ধরনের আয়োজন ভবিষ্যতেও আয়োজন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *