ঈশ্বরগঞ্জে বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

ঈশ্বরগঞ্জে বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

ডেস্ক নিউজঃ ঈশ্বরগঞ্জে ২০২৩-২৪ অর্থ বছরের রবি মৌসুমের বোরো ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের ৭হাজার ৭শ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ বীজ ও সার বিতরণ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুসরাত জামানের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার মোসা. হাফিজা জেসমিনের সভাপতিত্বে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার।

এসময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সানোয়ার রাসেল, অতিরিক্ত কৃষি অফিসার আব্দুল ওয়াহেদ খান, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মীর মোহাম্মদ জাকির হোসেন, উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান একেএম ফরিদুল্লাহ ফরিদ, বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আহবায়ক খাইরুল ইসলাম আল আমিনসহ সাংবাদিকবৃন্দ।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুসরাত জামান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সব সময় কৃষকদের কল্যাণে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় রবি মৌসুমে বোরো ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৩ হাজার ৫শ জন কৃষককে ২কেজি হাইব্রিড ও ৪হাজার ২শ জন কৃষকের মাঝে ৫কেজি করে উফশী ধানের বীজ, ১০কেজি করে ডিএপি ও ১০কেজি এমওপি সার প্রদান করা হয়েছে। এতে যেমন উৎপাদন বৃদ্ধি পাবে, অন্যদিকে আর্থিকভাবে লাভবান হবেন কৃষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *