ঈশ্বরগঞ্জে জুতা পায়ে শহীদ মিনারে কৃষি কর্মকর্তা

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: ঈশ্বরগঞ্জে ভাষা শহীদদের প্রতি সম্মান জানাতে জুতা পায়ে শহীদ মিনারে উঠলেন উপজেলা কৃষি কর্মকর্তা নুসরাত জামান। গত সোমবার (২০ ফেব্রুয়ারি) রাতে উপজেলা শহীদ মিনার চত্ত্বরে এ ঘটনা ঘটে। 

জুতা পায়ে শহীদ মিনারে যাওয়ার ২৪ সেকেন্ডের ভিডিও চিত্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিষয়টিকে কেন্দ্র করে সমালোচনার ঝড় ওঠে। 

সরেজমিন দেখা যায়, ওইদিন রাত ১২টা ২২ মিনিটের দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে ফুলের ডালা নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে যান। কালো শাড়ি ও সাদা জুতা পরিহিত অবস্থায় শহীদ মিনারে উঠেন। বিষয়টি নিয়ে তাৎক্ষনিক ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সাধারণ মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।  

এ ব্যাপারে জানতে চাইলে পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার বলেন, জুতা নিয়ে শহীদ মিনারে উঠা ভাষা শহীদদের প্রতি অসম্মান প্রদর্শনের সামিল। দায়ীত্বশীল কর্মকর্তার এরূপ আচরণ কাম্য নয়। 

উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন বলেন, জুতা নিয়ে শহীদ মিনারে উঠার ভিডিও চিত্রটি ভাইরাল হয়েছে শুনেছি। ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর সময় কৃষি কর্মকর্তার সতর্ক থাকার উচিত ছিলো। 

উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহমেদ বলেন, বিষয়টি শুনার পর মর্মাহত হয়েছি। 

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা নুসরাত জামানের কাছে মুঠোফোনে বক্তব্য জানতে চাইলে তিনি ফেনে বক্তব্য দিতে রাজি হননি। তার কার্যালয়ে যাওয়ার কথা বলে কলটি কেটে দেন। পরে অফিসে গিয়ে অফিস বন্ধ পাওয়া যায়। 

উপজেলা নিবার্হী অফিসার মোসা. হাফিজা জেসমিনের মোবাইল ফোনে একাধিক কল দিলেও তিনি রিসিভ করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *