
সড়কে চাঁদা তোলায় ঈশ্বরগঞ্জে ২ জনকে জরিমানা
ঈশ্বরগঞ্জে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহসড়কের মুক্তিযোদ্ধা মোড়ে গাড়ি আটকিয়ে অবৈধভাবে চাঁদা তোলায় দুজনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন।
এসময় উপজেলার জয়পুর গ্রামের রিপন মিয়াকে ১০ হাজার টাকা এবং চরনিখলা গ্রামের আব্দুল কাদিরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন জানান, ১৮৬০ সালের দন্ডবিধির ২৯১ ধারা অনুযায়ী গণউপদ্রব সৃষ্টির কারণে এ জরিমানা ধার্য করা হয়েছে।