বৃদ্ধকে পিটিয়ে হত্যা

বৃদ্ধকে পিটিয়ে হত্যা, প্রধান আসামী গ্রেপ্তার

ডেস্ক নিউজঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় বাড়ীর সীমানা নিয়ে বিরোধের কারণে উমর আলী (৭০) নামে এক বৃদ্ধ হত্যা মামলার প্রধান আসামী একই উপজেলার কাজিম উদ্দিন (৫৫)কে হরিয়াখালী এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব-১৪)।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ র‌্যাব-১৪ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ময়মনসিংহ র‌্যাব-১৪‘র উপ-পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, ‘গ্রামের কয়েকজনের সঙ্গে উমর আলীর দীর্ঘদিন যাবৎ বসতবাড়ীর সীমানা নিয়ে বিরোধ ছিল। যার জেরে উমর ও তার পরিবারের লোকদের খুন করার হুমকি দিচ্ছিল একটি চক্র। গত ১৬ ডিসেম্বর সকাল ১০টার দিকে সিরাজুল ইসলাম, ইসরাফিল, কাজিম উদ্দিনসহ পাঁচ থেকে সাতজন দেশীয় অস্ত্র ও লাঠিসহ উমর আলীর বাড়ীর ভেতর ‍প্রবেশ করে তার পরিবারের লোকজনদের পেটাতে শুরু করেন। পরে তিনি তা থামাতে গেলে তাকে পিটিয়ে হত্যা করে ওই দুর্বিৃত্তরা।’

তিনি আরও বলেন, এ ঘটনায় নিহতের ছেলে শহিদ মিয়া বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করলে আসামীরা কৌশলে পলাতক ছিলেন। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় মামলার প্রধান আসামী কাজিম উদ্দিনকে গ্রেপ্তার করে র‌্যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *