ঈশ্বরগঞ্জে বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

ঈশ্বরগঞ্জে বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: বৃহস্পতিবার দিন থেকে রাতভর টানা বৃষ্টিতে পানিবন্ধী হয়ে পড়েছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার মানুষ। বৃষ্টির কারণে ঈশ্বরগঞ্জ দিয়ে বয়ে যাওয়া কাচামাটিয়া নদীতে পানি প্রবল ভাবে বেড়েছে।

টানা বৃষ্টিতে ঈশ্বরগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের চরনিখলা নদীরপাড় এলাকার পরিবারের ঘরগুলো পানির নিচে তলিয়ে যাওয়ায় তাঁরা স্বপরিবারে চরনিখলা উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নেন। খবর পেয়ে ওইসব আশ্রয় নেয়া ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে পৌরসভার উদ্যোগে শুকনো খাবার (চিড়া, মুড়ি, চিনি) বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. হাফিজা জেসমিন। এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস ছাত্তার (কমান্ডার), বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান আকন্দ হলুদ, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার যুগ্ম আহবায়ক উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন রানা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *