ঈশ্বরগঞ্জে ইটভাটা ভেঙে ৫ লাখ টাকা জরিমানা-প্রতিবাদে সড়ক অবরোধ

ঈশ্বরগঞ্জে ইটভাটা ভেঙে ৫ লাখ টাকা জরিমানা-প্রতিবাদে সড়ক অবরোধ

ডেস্ক নিউজঃ ঈশ্বরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের শর্শী গ্রামে মেসার্স এ গনী ব্রিকস নামে একটি ইটভাটায় অভিযান চালিয়ে ৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এসময় এক্সকাভেটর মেশিন দিয়ে ওই ইটভাটার কিছু অংশ ভেঙে দেওয়া হয়।

সোমবার এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের ময়মনসিংহ কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মনসুর।

এদিকে ইটভাটা গুঁড়িয়ে দেওয়ার পর ইটভাটার শ্রমিক এবং এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে। এসময় বিক্ষুব্ধরা সড়কের ওপর বাঁশ ও কাঠে আগুন ধরিয়ে দিয়ে যান চলাচল বন্ধ রাখে।

খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান ও ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাজেদুর রহমান ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধদের বুঝিয়ে পরিবেশ নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাজেদুর রহমান বলেন, ইটভাটায় জরিমানা ও ভেঙে দেওয়ার ক্ষোভে এলাকাবাসী সড়ক অবরোধ করে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে শুনিয়ে সড়ক থেকে সড়িয়ে দেই। যানচলাচল স্বাভাবিক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *